মেনু নির্বাচন করুন

আমাদের অর্জন সমূহ

সাম্প্রতিক বছরসমূহের  প্রধান অর্জনসমূহ

 

 

অবকাঠামোগত উন্নয়নঃ

 

ক) প্রতিষ্ঠানে ”বঙ্গবন্ধু কর্ণার” প্রস্তুত করা হয়েছে।

খ) ছাত্রীদের জন্য দুইটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

গ) ছাত্রদের জন্য চারটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

ঘ) ইন্টারনেট সংযোগ দেওয়া হয়েছে।

ঙ) আধুনিক মাল্টিমিডিয়া ক্লাশ রুম, আই সি টি ল্যাব ও ওয়ার্কশপ এর কাজ দ্রুত এগিয়ে চলছে

 

উদ্ভাবনী কার্যক্রমে অর্জনঃ

 

) বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণের জন্য উদ্যোগ গ্রহন করা হয়েছে।

স্কাউট ও গার্লস গাইড এর কার্যক্রম নিয়মিত চলমান রয়েছে।

বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ এবং বিভিন্ন সম্মাননা পুরষ্কার গ্রহণ করা।

 

দক্ষতাপ্রশিক্ষণ ও পলিসি এর  উন্নয়নঃ

ক) শিক্ষার্থীদের(মেশিন অপারেশন ট্রেডের) বাস্তব প্রশিক্ষনের জন্য একটি শিল্প-কারখানার সাথে “চুক্তি স্বাক্ষর” হয়েছে।

খ) নারীদের অংশগ্রহণ জোরদার কর হয়েছে।

ঘ) শিক্ষক-কর্মচারীদের  ইন-হাউজ ট্রেনিং ” চলমান রয়েছে।

 

বর্তমানে চলমান কার্যক্রমসমূহঃ

অবকাঠামোগত উন্নয়নঃ

ক)  টেকনিক্যাল স্কুল ও কলেজ এর উন্নয়নের লক্ষ্যে ৫-তলা একাডেমিক ভবন ও ৪-তলা প্রশাসনিক ভবন নির্মানের কার্যক্রম চলমান ।

খ) বিদ্যমান শ্রেণিকক্ষ, ওয়ার্কশপ ও ল্যাবরেটরী সমূহ আধুনিকায়নের কাজ এগিয়ে চলছে ।

গ) বাউন্ডারী নির্মানের কাজ ৭০% সমাপ্ত হয়েছে।

ঘ) Rain water সংরক্ষনের জন্য রিজার্ভ ট্যাংক-এর কাজ সমাপ্ত হয়েছে।