মেনু নির্বাচন করুন

উল্লেখযোগ্য কার্যক্রম

অবকাঠামোগত উন্নয়ন

 ২ টি বিল্ডিং সমন্বয়ে কাশিয়ানী টেকনিক্যাল স্কুল ও কলেজ চলতি বছর অর্থাৎ ২০২২ সাল থেকে অবকাঠামোগত অসমাপ্ত অবস্থায় শ্রেণি কার্যক্রম আরম্ভ হয়েছে । দক্ষিণ পার্শে ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন এবং উত্তর পার্শে ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ।

উভয় ভবনের কাজ চলমান। ৩য় তলায় ৪টি শ্রেণি কক্ষে জানালার থাই ও দরজার পাল্লা লাগানো হয়াছে। এবং প্রশাসনিক ভবনের অধ্যক্ষের কক্ষ ও ১টি শিক্ষকগণের কক্ষ-এর ভিতরের রঙ ও বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে।  এখন পর্যন্ত কোনো ফ্লোরে টয়লেট/ওয়াশ রুম ব্যবহার উপযোগী হয়নি। অধক্ষের কক্ষ ও ১টি শিক্ষক কক্ষে টাইলসের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ফ্লোর,কক্ষ ও ল্যাবের গাথুনী ও প্লাস্টারের কাজ চলমান। আংশিক ফার্ণিচার পেয়েছি তবে ব্যবহারিক সরঞ্জামাদি এখনো পাইনি।

 

প্রতিষ্ঠানটির সীমানা প্রাচীরের কাজ ৬০% সম্পন্ন হয়েছে। এবছর অল্প পরিমাণ রাজস্ব বাজেটের কাঁচামাল ও অন্যান্য খাত থেকে বিলবোর্ড তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।     

 

কার্যবলী

 

  

ক্রমিক নং

কার্যবলী

০১

চাহিদা ভিত্তিক কারিগরি  বৃত্তিমুলক শিক্ষা  প্রশিক্ষণ উৎসাহিত করা।

০২

শিক্ষকের জ্ঞান, দক্ষতা  দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটানো 

০৩

জাতীয়  আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী কারিগরি  বৃত্তিমূলক শিক্ষা  প্রশিক্ষণের চাহিদা নিরুপন করা।

০৪

কারিগরি শিক্ষার্থীদের মেধাবৃত্তির ব্যবস্থা করা।

০৫

স্থানীয়  আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা, কর্মসূচী  প্রকল্প প্রণয়ন করা

০৬

শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে চাহিদা ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করা।

০৭

জেন্ডার সমতা বিধানকল্পে কারিগরি শিক্ষায় মহিলাদের উৎসাহিত করতে মহিলা বান্ধব সুযোগ-সুবিধা বৃদ্ধি

০৮

চাকুরীর বাজারের চাহিদা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গবেষণা এবং সমীক্ষা পরিচালনা করা।

০৯

কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সার্বিক গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা।

১০

দক্ষ মানবসম্প তৈরিতে সহায়ক পদক্ষেপগুলো বাস্তবায়ন করা।

১১

শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পর চাকরীর ব্যবস্থা করতে জবসেল তৈরি করে তাদের খেয়াল রাখা।

১২

বিভিন্ন বেসিক শর্ট কোর্সের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের মূল্যায়নের ব্যবস্থা করা।