উল্লেখযোগ্য কার্যক্রম
অবকাঠামোগত উন্নয়ন
২ টি বিল্ডিং সমন্বয়ে কাশিয়ানী টেকনিক্যাল স্কুল ও কলেজ চলতি বছর অর্থাৎ ২০২২ সাল থেকে অবকাঠামোগত অসমাপ্ত অবস্থায় শ্রেণি কার্যক্রম আরম্ভ হয়েছে । দক্ষিণ পার্শে ৪ তলা বিশিষ্ট প্রশাসনিক ভবন এবং উত্তর পার্শে ৫ তলা বিশিষ্ট একাডেমিক ভবন ।
উভয় ভবনের কাজ চলমান। ৩য় তলায় ৪টি শ্রেণি কক্ষে জানালার থাই ও দরজার পাল্লা লাগানো হয়াছে। এবং প্রশাসনিক ভবনের অধ্যক্ষের কক্ষ ও ১টি শিক্ষকগণের কক্ষ-এর ভিতরের রঙ ও বৈদ্যুতিক সংযোগ দেওয়া হয়েছে। এখন পর্যন্ত কোনো ফ্লোরে টয়লেট/ওয়াশ রুম ব্যবহার উপযোগী হয়নি। অধক্ষের কক্ষ ও ১টি শিক্ষক কক্ষে টাইলসের কাজ সম্পন্ন হয়েছে। অবশিষ্ট ফ্লোর,কক্ষ ও ল্যাবের গাথুনী ও প্লাস্টারের কাজ চলমান। আংশিক ফার্ণিচার পেয়েছি তবে ব্যবহারিক সরঞ্জামাদি এখনো পাইনি।
প্রতিষ্ঠানটির সীমানা প্রাচীরের কাজ ৬০% সম্পন্ন হয়েছে। এবছর অল্প পরিমাণ রাজস্ব বাজেটের কাঁচামাল ও অন্যান্য খাত থেকে বিলবোর্ড তৈরির কাজ হাতে নেওয়া হয়েছে।
কার্যবলী
ক্রমিক নং |
কার্যবলী |
০১ |
চাহিদা ভিত্তিক কারিগরি ও বৃত্তিমুলক শিক্ষা ও প্রশিক্ষণ উৎসাহিত করা। |
০২ |
শিক্ষকের জ্ঞান, দক্ষতা ও দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটানো। |
০৩ |
জাতীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের চাহিদা নিরুপন করা। |
০৪ |
কারিগরি শিক্ষার্থীদের মেধাবৃত্তির ব্যবস্থা করা। |
০৫ |
স্থানীয় ও আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী প্রশিক্ষণ পরিকল্পনা, কর্মসূচী ও প্রকল্প প্রণয়ন করা। |
০৬ |
শিক্ষকদের মান উন্নয়নের লক্ষ্যে চাহিদা ভিত্তিক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচি প্রণয়ন করা। |
০৭ |
জেন্ডার সমতা বিধানকল্পে কারিগরি শিক্ষায় মহিলাদের উৎসাহিত করতে মহিলা বান্ধব সুযোগ-সুবিধা বৃদ্ধি। |
০৮ |
চাকুরীর বাজারের চাহিদা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার উপর গবেষণা এবং সমীক্ষা পরিচালনা করা। |
০৯ |
কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের সার্বিক গুণগত মান উন্নয়নের লক্ষ্যে প্রয়োজনীয় নীতি, প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন নিশ্চিত করা। |
১০ |
দক্ষ মানবসম্প তৈরিতে সহায়ক পদক্ষেপগুলো বাস্তবায়ন করা। |
১১ |
শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পর চাকরীর ব্যবস্থা করতে জবসেল তৈরি করে তাদের খেয়াল রাখা। |
১২ |
বিভিন্ন বেসিক শর্ট কোর্সের প্রশিক্ষণ দেওয়া এবং তাদের মূল্যায়নের ব্যবস্থা করা। |
25876