মেনু নির্বাচন করুন

অর্জন ও গৌরব

সাম্প্রতিক বছরসমূহের (৩ বছর) প্রধান অর্জনসমূহ

 

অবকাঠামোগত উন্নয়নঃ

 

ক) প্রতিষ্ঠানে ”বঙ্গবন্ধু কর্ণার” প্রস্তুত করা হয়েছে।

খ) ছাত্রীদের জন্য দুইটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

গ) ছাত্রদের জন্য চারটি টয়লেট নির্মাণ করা হয়েছে।

ঘ) ছাত্র হোষ্টেলের টিভি রুম, ডায়নিং রুম ও রান্না করার রুম টাইলস স্থাপন এবং জানালা-দরজা পরিবর্তন করা হয়েছে।

ঙ) ০৫ টি মাল্টিমিডিয়া প্রজেকটর স্থায়ী সংযোগসহ ডিজিটাল ক্লাশ উপপোগী করা হয়েছে।

চ) পুরাতন একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের ছাদের প্যাটেন ষ্টোন ঢালাই ও নেট সিমেন্ট দ্বারা ফিনিসিং করা হয়েছে।

ছ) ল্যাব আধুনিকীকরণ এবং প্রশিক্ষনের জন্য ০৫টি ল্যাপটপ ও ০৮টি ডেস্কটপ কম্পিউটার সংগ্রহ করা হয়েছে।

 

উদ্ভাবনী কার্যক্রমে অর্জনঃ

 

) বিজ্ঞান মেলায় বিভিন্ন প্রজেক্ট নিয়ে অংশপগ্রহন করা।

) বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করে প্রথম, ২য় স্থান অধিকার করা।

) বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণ এবং বিভিন্ন সম্মাননা পুরষ্কার গ্রহণ করা।

) স্কাউট ও রোভারিং এর মাধ্যমে জেলার সকলের কাছে সম্মানলাভ করা।

ঙ) ফিজিক্স ও গণিত অলম্পিয়াডে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং মেধাতালিকায় স্থান করে নেওয়া

) বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহণ এবং বিভিন্ন সম্মাননা পুরষ্কার গ্রহণ করা।

 

দক্ষতা, প্রশিক্ষণ ও পলিসি এর  উন্নয়নঃ

ক) শিক্ষার্থীদের(অটোমোবাইল ট্রেডের) বাস্তব প্রশিক্ষনের জন্য BRTC এর সাথে “চুক্তি স্বাক্ষর” হয়েছে।

খ) জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা প্রচার ও অবহিতকরণ সেমিনার ও কর্মশালার বাস্তবায়ন করা হয়েছে।

গ) নারীদের অংশগ্রহণ ২% থেকে ৫% এ উন্নীত হয়েছে।

ঘ) শিক্ষক-কর্মচারীদের  ইন-হাউজ ট্রেনিং ” চলমান রয়েছে।

 

বর্তমানে চলমান কার্যক্রমসমূহঃ

অবকাঠামোগত উন্নয়নঃ

ক)  টেকনিক্যাল স্কুল ও কলেজ এর উন্নয়নের লক্ষ্যে ৫ তলা ভবন নির্মানের কার্যক্রম চলমান ।

খ) প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়ন সম্বলিত একটি মাষ্টার প্লান কারিগরি শিক্ষা অধিদপ্তরে জমা দেয়া হয়েছে।

গ) বিদ্যমান শ্রেণিকক্ষ ওয়ার্কশপ ও ল্যাবরেটরী সমূহ আধুনিকায়নের জন্য কারিগরি শিক্ষা অধিদপ্তরে প্রস্তাব প্রেরণ করা হয়েছে।

ঘ) প্রতিষ্ঠানের ভূমি ও অবকাঠামো সংক্রান্ত ডিজিটাল সার্ভে রিপোর্ট প্রস্তুত করা হয়েছে।

 

 

 

 

 

 

 

 

 

 

সাম্প্রতিক বছরের প্রধান অর্জনসমূহ

 

কারিগরি শিক্ষাঙ্গনে কাশিয়ানী সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ একটি অন্যতম প্রতিষ্ঠান। বিগত বছরে এই প্রতিষ্ঠানের সাফল্যের হার আকাশচুম্বী। শুধু ভালো ফলাফলই নয় অতিরিক্ত কারিকুলামের ক্ষেত্রে ও ভালো সুনাম অর্জন করেছে আমাদের নারায়নগঞ্জ সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ছাত্র - ছাত্রীরা। এই সম্পর্কে বিস্তারিত জানতে নিচের অনুচ্ছেদগুলো পড়ুন।

 

উদ্ভাবনী কার্যক্রমের মাধ্যমে অর্জনঃ



  • ফিজিক্স ও গণিত অলিম্পিয়াডে অংশগ্রহণ এবং মেধাতালিকায় স্থান করে নিয়েছেন প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।



  • বিতর্ক প্রতিযোগীতায় অংশগ্রহণের মাধ্যমে সম্মাননা পুরষ্কার লাভ করেছে।



  • বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় উদ্ভাবনী কার্যক্রম প্রদর্শন করে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকার করেছে প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা।



  • বিজ্ঞান মেলায় অসাধারণ এবং আধুনিক মানের প্রজেক্ট প্রদর্শনী করা।



  • স্কাউট এবং রোভার জেলা সমাবেশে অংশগ্রহণের মাধ্যমে Top Ten পজিশনে জায়গা করে নেওয়া এবং সমাজের উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে সম্মান লাভ করেছে প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা।



  • এছাড়াও, শিক্ষা সপ্তাহ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহনের মাধ্যমে ১ম ও ২য় স্থান অধিকার লাভ করেছে অত্র প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীরা।

 

অবকাঠামোগত উন্নয়নঃ



  • প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের জন্য "বঙ্গবন্ধু কর্নার" প্রস্তুত করা হয়েছে।



  • ডিজিটাল ক্লাসের জন্য প্রত্যকটি কক্ষ প্রস্তুত করা হয়েছে।



  • ছাত্র - ছাত্রীর সুবিধার জন্য ল্যাব আধুনিকরন করা হয়েছে।



  • এবং প্রশিক্ষনের জন্য ০৮টি ডেস্কটপ এবং ০৫টি ল্যাপটপের ব্যবস্থা করা হয়েছে।



  • ছাত্রীদের জন্য ২ টি এবং ছাত্রদের জন্য ০৪ টি টয়লেট নির্মান করা হয়েছে।



  • ছাত্রদের হোস্টেলের ডেকোরেশন পরিবর্তন করা হয়েছে যেমন( টাইলস করা, দরজা-জানালা ইত্যাদি)



  • পুরাতন একাডেমিক কাম ওয়ার্কশপ ভবনের কন্সট্রাকশনের কাজ করা হয়েছে।

 

দক্ষতা, প্রশিক্ষন এবং পলিসি এর উন্নয়নঃ



  • শিক্ষার্থীদের (অটোমোবাইল ট্রেডের) বাস্তব প্রশিক্ষানের জন্য BRTC এর সাথে চুক্তি সাক্ষর করা হয়েছে।



  • জাতীয় দক্ষতা উন্নয়ন নীতিমালা প্রচার, অবহিতকরণ সেমিনার এবং কর্মশালার বাস্তবায়ন করা হয়েছে।



  • শিক্ষক - কর্মচারীদের জন্য "ইন- হাউজ" ট্রেনিং এর ব্যবস্থা করা হয়েছে।


এমনকি সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নারীদের অংশগ্রহণ ২% থেকে ৫% এ উন্নীত হয়েছে।